
প্রকাশিত: Mon, Jan 22, 2024 10:37 AM আপডেট: Tue, Jul 1, 2025 11:47 PM
[১]খালিস্তানি নেতা পন্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে নিখিলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পক্ষে চেক আদালতের
ইকবাল খান: [২] যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানি নেতা গুরপতবন্ত পন্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে চেক প্রজাতন্ত্রে আটক নিখিল গুপ্তকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছে দেশটির একটি আদালত।
[৩] আনন্দবাজার জানায়, নিখিল গুপ্তকে ২০২৩ সালের ৩০ জুন প্রাগে গ্রেপ্তার করে চেক প্রশাসন। তিনি বর্তমানে প্রাগের পানকাস জেলে রয়েছেন। চেক প্রজাতন্ত্রের নিম্ন আদালত গত ডিসেম্বরে নিখিলকে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিলেন।
[৪] ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানান নিখিল। তিনি জানিয়েছিলেন, ভুল করে তাঁকে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র যাকে খুঁজছে, তিনি সেই ব্যক্তি নন। এই বিষয়টিকে রাজনৈতিক বলেও উল্লেখ করেন। সেই যুক্তি অবশ্য খারিজ করেছে আদালত।
[৫] তবে আদালতের নির্দেশের পরেই এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রাগ হাই কোর্টের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
[৬] পরে চেক প্রজাতন্ত্রের আইন মন্ত্রণালয়ের মুখপাত্র রেপকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আদালতের নির্দেশ সব পক্ষের কাছে পাঠানো হয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য আইন মন্ত্রণালয়কে জমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিখিলকে প্রত্যর্পণ করা হবে কি না, তা ঠিক করবেন আইনমন্ত্রী পাভেল ব্লাজকে।
[৭] এর পাশাপাশি আইন মন্ত্রণালয়ের মুখপাত্র রেপকা জানান, হাই কোর্টের নির্দেশ নিয়ে আইনমন্ত্রীর যদি কোনও সংশয় থাকে, সে ক্ষেত্রে তিন মাসের মধ্যে এ বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারেন সুপ্রিম কোর্টে। তবে আইনমন্ত্রী কী করবেন কিংবা কবে করবেন তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রত্যর্পণ আটকাতে নিখিল সব রকম পদক্ষেপ করবেন বলে অনুমান চেক প্রশাসনের।
[৮] মার্কিন তদন্তকারীদের অভিযোগ, ভারতই নিখিল গুপ্তকে নিয়োগ করেছিল। তাঁকে আর্থিক মদত দেওয়া হত। যদিও হাইকোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। নিখিল বিষয়টিকে রাজনৈতিক বললেও বিচারপতি ক্রাল জানান, একে রাজনৈতিক মামলা হিসাবে দেখা যায় না।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
